রাজু আহম্মেদ।।
পবিত্র ঈদ উল – আযহার শুভেচ্ছা জানিয়েছে ৮নং বিনোদপুর ইউনিয়নের আওয়ামিলীগের সাধারন সম্পাদক -জামিল উদ্দিন , বিজয়ী ইউপি সদস্য , গরিব অসহায় মানুষের নয়নমুনি , সমাজ সেবক, জন দরদী , তিনি ৮নং বিনোদপুর ইউনিয়নের প্যালেন চেয়ারম্যান দায়িত্ব নিয়ে মানুষের সেবা করতে করছে।জনগণ চায় তারমতো প্রতিনিধি, মোঃ জামিল উদ্দিন কে এলাকাবাসী চেয়ারম্যান হিসাবে দেখতে চায়, তাদের অঙ্গিকারে তিনি এবার চেয়ারম্যান পদপ্রার্থী।
তিনি সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ উল আযহার আগামী অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তার পাশাপাশি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে এবং পশুত্ব বিলীন হবে বলে আশা রাখছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। ঈদের পবিত্রতা ও ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে। আসুন করোনা প্রতিরোধে অতিরিক্ত কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে ঈদুল উল- আযহা উদযাপন করি’।