মতিন গাজী(স্টাফ রিপোর্টার):
অভয়নগরে ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের সিংগেড়ি বাজারে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, সিংগেড়ি বাজারে পূর্বকোনে সড়কের পাশে ভবন নির্মান করছেন উপজেলার সিংগেড়ি গ্রামের মৃত- জেলমান শেখের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারি জমির উপর গড়ে তোলা হচ্ছে বহতল ভবন। সম্পূর্ণ বেআইনী ভাবে সরকারি কোন অনুমোদন না নিয়ে তৈরি করা হচ্ছে ঐ ভবন। এবিষয়ে ভবন নির্মাণকারী ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম সরকারি জমিতে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ঐ ভবনের কিছু অংশ সরকারি জমিতে পড়েছে, যে কারনে আমি কোন সরকারি অনুমোদন নেওয়ার বিষয় চিন্তা করিনি। তবে যদি কোন সমস্যা হয় সেইটা স্থানীয় নায়েবের সাথে সমাধান করে নেব।
এব্যাপারে বাঘুটিয়া ভূমি অফিসের নায়েব প্রশান্ত কুমার জানান, আমি এক সপ্তাহ আগে যোগদান করেছি, সরকারি জমি দখল সম্পর্কে আমার কিছু জানা নেই, খোঁজ নিয়ে ভবন নির্মাণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমি এই মাত্র জানলাম, আমাদের অফিসার পাঠাচ্ছি, অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।