মো: জনি হাসান প্রতিনিধি:
গাজীপুর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড গাজিপুর দক্ষিণপাড়া জাবেদ আলী মার্কেট এর সাথেই বাড়ি রয়মন বিবির দীর্ঘদিন যাবৎ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি ৫ ই আগষ্ট বিকেল বেলায় সংবাদকর্মী মুহিদুল আলম চঞ্চল ও আতিকুর রহমানের ফেইসবুকে রয়মন বিবির কষ্টের জীবন তুলে ধরে একটি পোস্ট করা হলে তা মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি ওই ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মানবিক মানুষ।
মোঃ শহিদুল ইসলামের নজরে আসার পর তিনি সাথে সাথেই অসহায় ও দরিদ্র রয়মন বিবির পাশে দাড়ান।
০৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ফেইসবুক স্ট্যাটাস দেখে অসুস্থ রয়মন বিবির পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।
এক বস্তা চাউল, আলু, ডাল, তেল, পেয়াজ, হলুদ, মরিচ, সাবান, পাউডার, আরো অনেক কিছু দিয়ে সহযোগিতা করলেন রয়মন বিবিকে। পাশাপাশি ঘর মেরামতেরও আশ্বাস দেন তিনি।
প্রতিনিয়তই রয়মন বিবির পাশে ছিলেন এমনই বলেছেন রয়মন বিবি।
গাজীপুর ৩ আসনের সাংসদ ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপির নির্দেশনায় ও দেখানো পথেই হাঁটছেন। শহিদুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাজীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।