সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের জুলেখা স্লুইজের মোল্লা বাড়ী সংলগ্ন কাদির খাঁ খালের উপর নির্মিত আয়রণ ব্রিজটি আজ (শনিবার) দুপুরে মাঝখান দিয়ে ভেঙ্গে খালে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ওই ইউনিয়নের ৭টি গ্রামের শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে।
উপজেলা প্রকৌশলী বিভাগ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ উপজেলার হলদিয়া ইউনিয়নের সেনেরহাট এবং হলদিয়া তক্তাবুনিয়া গ্রামের সংযোগ স্থাপনের জন্য জুলেখা স্লুইজের কাছে খাদির খাঁ খালের উপড় বড় মোল্লা বাড়ী সংলগ্ন স্থানে এই আয়রণ ব্রিজটি নির্মাণ করে। ওই আয়রণ ব্রিজটি ব্যবহার করে সড়ক পথে শিক্ষার্থীসহ ওই ইউনিয়নের দুপাড়ের হলদিয়া, তক্তাবুনিয়া, গুরুদল, কুলাইরচর, টেপুড়া, অফিস বাজার ও মীরাকান্দা গ্রামের প্রায় ১০ হাজার মানুষ এবং দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, জেবি সেনেরহাট এবং পূর্ব হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাক্ষার্থীরা বিদ্যালয়ে এবং উপজেলা সদর ও ইউনিয়ন পরিষদে যাতায়াত করে।
নির্মাণের ১৬ বছর পরে আজ (শনিবার) দুপুরে ওই আয়রন ব্রিজটি মাঝখান দিয়ে হঠাৎ ভেঙ্গে খালে পড়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পরেছে ওই ইউনিয়নের ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। দ্রæত ব্রিজটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আজ বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, ওই আয়রণ ব্রিজটির মধ্যের অংশ ভেঙ্গে খালের পানিতে পড়ে রয়েছে। ব্রিজটি দিয়ে মানুষজন এখন আর পারাপার হতে পারছেনা। খালের দুই পারের মানুষ ভেঙ্গে পড়া আয়রণ ব্রিজটি দেখতে ভীর করছেন।
মোল্লাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ হিরন মোল্লা বলেন, আজ দুপুরে হঠাৎ ব্রিজটির মাঝখান দিয়ে ভেঙ্গে পড়ে। এতে দুই পাড়ের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ৭টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
হলদিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোঃ নান্নু মোল্লা বলেন, ভেঙ্গেপড়া আয়রন ব্রিজটি এ এলাকার মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলের একমাত্র মাধ্যম।ব্রিজটি দ্রুত মেরামত অথবা নতুন একটি গার্ডার ব্রিজ নির্মাণ করার জোর দাবী জানাচ্ছি।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন, আয়রণ ব্রিজটি ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, ভেঙ্গে যাওয়া ব্রিজ এলাকা পরিদর্শন করে মানুষের যাতে দুর্ভোগ পোহাতে না হয় দ্রæতই সেই ব্যবস্থা নেয়া হবে।