সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে বরগুনার আমতলী পৌরবাসীকে সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন আমতলা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান।
পৌর মেয়র বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এই করোনার হাত থেকে রক্ষা করতে সরকার লডকডাউন ঘোষণা করেছে। তাই আমতলী পৌরবাসীকে অনুরোধ জানাই, নিজের,পরিবারের এবং দেশের স্বার্থে সরকার যে নির্দেশনা দিয়েছে তা পালন করুন।
তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণসহ সরকারি নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করা হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় বের হবেন না। লকডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে উপজেলা প্রশাসন,পুলিশ,নৌ বাহিনী সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।পৌর শহর সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশী চেকপোস্ট বসানো হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন মাঠে আছে এবং আগামীতেও থাকবে।