হাসর আলী :
জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (২৬মার্চ) প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতীতম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পূষ্পমাল্য অর্পন করেন উপজেলা পরিষদ, প্রশাসন,পৌরসভা,থানা,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা,ফায়ার সার্ভিসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন। পরে সকাল ৯টায় উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে কুচকাওয়াজ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
বাংলাদেশ পুলিশ,আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুঃ তানভীর হাসান রুমান সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামান আব্দল নাসের বাবুল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মানিকুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সরকারি কমিশনার(ভূমি) আশরাফ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে কুচকাওয়াজ অংশ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।