সাফিউল ইসলামঃ
এই যেনো এক বিশ্ব যুদ্ধ
যোদ্ধা বিশ্ববাসী,
মহামারী এক করোনায় কেড়ে নিচ্ছে প্রিয় মুখ এর হাসি।
এই যেনো এক বিশ্ব যুদ্ধ
দেশ হতে দেশান্তরে,
কত শত মানুষ লড়চ্ছে শুধু জীবন বাঁচানোর তরে।
এই যেনো এক বিশ্ব যুদ্ধ
বুলেট বমা ছাড়া,
এক ক্ষুদ্র জীবানুর কারনে
মানুষ যাচ্ছে মারা।
এই যেনো এক বিশ্ব যুদ্ধ
না জানি কবে হবে তা শেষ,
হাসবে মানুষ মুক্ত হাসি
নতুন করে গড়বে এক ভালোবাসার দেশ।