মিলন ইমদাদুল:
এমন একজোড়া চোখ এনে দাও আমায়
যে চোখে তাকালে খুঁজে পাই—
হারানো প্রেমিকার উষ্ণ ঠোঁটে লাবন্যময় পরশ
বিষাদ নগরীর বুকে একপশলা প্রেম…!
যে চোখে তাকালে খুঁজে পাই—
ব্যর্থতার চাদরে ঢেকে রাখা কোটি বছরের
তীলে তীলে বুকে জমানো একমুঠো প্রেম,
চোখের কোণে জমে থাকা হাজারো স্মৃতিকথা…!
এমন একজোড়া চোখ এনে দাও আমায় —
আমি আমরণ যে চোখে চোখ রেখে
বাসনার অগ্নিশিখায় ,
ভেসে যেতে পারি অন্তীমসজ্জায়…!