মিলাদ হোসেন সুজনঃ
অবিশ্রান্ত তুমি পথচারী
সংবাদ সব নিয়ে,
অবিরত’ই বিলি করে
বাড়ি বাড়ি গিয়ে।
কারো নিয়ে যায়, দুঃখ
কারো আবার সুখ
কারো দেখে নিরব হাসি,
ঝলসানো এক মুখ।
রাতের আধার,ঝড়-তুফানেও
থামতে নাহি জানে,
বিলি করাই প্রধান কর্ম
জীবন দিয়েও মানে।
টাকার বস্তা নিয়ে গেলেও
দেয় না সেথায় হাত,
লোভ-লালসা নেই তো তাদের
হোক গরীবের জাত।
আজকে তাদের নাই’তো দেখা
ডিজিটাল এ যুগে,
তাইতো সকল প্রেরক,প্রাপক
প্রতারনায় ভোগে।