শ্রী বিপ্লব জলদাসঃ
ভাবছি তুমি যদি আকাশ হতে
আমি হতাম তারা,
যতই দূরে যাওনা কেন
দিতেই হতো সাড়া।
তুমি যদি ফুল হতে
আমি প্রজাপতি,
চুমোয় চুমোয় ভরিয়ে যেত
প্রকাশিত রতি।
তুমি যদি নদী হতে
আমি হতাম জল,
প্রেমের স্রোতে ভাসিয়ে নিতাম
যতই কর ছল।
তুমি যদি শিশির হতে
আমি দূর্বাঘাস,
তোমার আমার ভালোবাসা
এমনই প্রকাশ।