লেখা :দেবপ্রিয় প্রামানিক:
—————————————
মৃত্যুটা কত সহজ হয়েগেছে আজ!
যেন শেষ হয়ে গেছে এই পৃথিবীতে মানুষের যত ছিল কাজ,
হারছে মানুষ, ঝরছে প্রাণ,
ঈশ্বরের যেন মানবের জন্য এটাই অনুদান।
ফর্সা , কালো,তোমার ধর্ম আমার ধর্ম বিভেদ যত ছিল!
এবার দেখো মৃত্যুতে তো আকাশ মাটির মিলন হল।
সাজছে মানুষ নিজের বিদায় সাজ–
সত্যি, মৃত্যুটা কত সহজ হয়ে গেছে আজ!
যে ছিল রাজপ্রাসাদে,
তার চিতা জ্বলছে আজ আমার চিতার পাশে,
মিলবে কুঁড়ে, মিলবে প্রাসাদ আজই এই এক বাতাসে।
দূষিয়েছ বায়ু, করেছ বৃক্ষ ছেদন,
শুনেছিলে কখনও সবুজের নিঃশব্দ রোদন!
যখন জ্বলছিল অ্যামাজন,
তখন আমার তোমার জীবনজুড়ে ছিল শুধুই বিনোদন।
মরেছিল পশু, জ্বলেছিল পাখি,
সেদিন কি ভেবেছিলাম জ্বলার দিন তো আছে আমাদেরও বাকি!
দেখো, মৃত্যুটা কত সহজ হয়ে গেছে আজ!
মানবের মাথায় বিশ্বজয়ীর তাজ,
তবু আজ বার বার কেন মনে হয়!
কেন মনে হয়! ধরা তে মোদের ফুরিয়েছে যত ছিল কাজ।
সময় বলেছে সাবধান হতে,
রাখতে বলেছে হাত প্রকৃতির হাতে।
আমরা ছেড়েছি, ছিঁড়েছি, ছিন্ন ভিন্ন করেছি প্রকৃতির সেই হাত।
বলছে প্রকৃতি, মানবের ধরাধামে শেষ হয়েছে কাজ।
শুনছো, মৃত্যুটা কত সহজ হয়ে গেছে আজ!