রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline :
রামপালে স্কুল পড়ুয়া কিশোরীকে গণধর্ষণ, আটক ২ রামপালে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালিত প্রিয় শিক্ষাঙ্গন- পকম্বা ফাড়াবাড়ি দারুস সুন্নাহ্ ক্বওমী মাদরাসা শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন তাঁতীলীগের নতুন কমিটি গঠন কাপাসিয়ায় কৃষকলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন রামপালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বরগুনার তালতলীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পটিয়ায় ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিক পরিবারের চৌদ্দগ্রাম উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালের মেডিকেল টিম,, সফলভাবে সম্পূর্ণ করল,, ২৪ বছর বয়সী অন্তঃসত্ত্বা মহিলার দুটি অস্ত্রোপচারে করে এলাকায় বাসী মোস্তফা আল মাহমুদ এমপি হিসাবে দেখতে চায় ভালুকায় কৃষকলীগের প্রস্তুতি সভা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আজিজুলের লাশ উদ্ধার পটিয়ায় চিকন খলিফা মাদ্রাসায় মা সমাবেশে  মানুষের ভালবাসাই আমার সম্পদ-কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গাজীপুর শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন রূপগঞ্জে সুমন হত্যার মামলায় ৩ যুবক গ্রেপ্তার ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ নিখোঁজের ১৮ ঘন্টা পর নদী থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার “আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স নাহার অটো এন্ড সার্ভিসিংয়ের উদ্বোধন করলেন নঈম হাসান জোয়ার্দ্দার “ আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেন শনার্স সমিতির,, আহবানে সাতদফা দাবীতে,, সমাবেশ ও মুখ্য সচিবের নিকট ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেসের ডাকে ,, কলকাতা কর্পোরেশন ঘেরাও ও অভিযান নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পটিয়ায় টেম্পু সমিতির উদ্যোগে জশনে জুলুছ নাটোরের সিংড়ায় নসিমন মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-১
নিয়োগ বিজ্ঞপ্তি:

করোনা ভাইরাস ও লকডাউন কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় কিশোর তরুণ তরুনীরা ফ্রি ফায়ার -পাবজি গেমে আসক্তি হচ্ছে, কর্ম সংকটে বেকার দিনমজুর ও মধ্যবিত্তরা

সিরাজগঞ্জ(সলঙ্গা) থেকে ফারুক আহমেদঃ
করোনা ভাইরাস ও লকডাউনের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকার কারণে ফ্রি ফায়ার – পাবজি গেমে আসক্তি হচ্ছে সিরাজগঞ্জের সলঙ্গা থানাসহ তিনটি উপজেলার প্রত্যন্ত গ্রাম – গঞ্জের কিশোর তরুণ তরুণীরা। যদিও গেম আসক্তি বিষয়টি ইন্টারনেট আসক্তি থেকে খানিকটা আলাদা। কখনো দেখা যায় ইন্টারনেটে কেউ অতিরিক্ত পরিমাণে গেম খেলছে, কেউ পর্নোগ্রাফিতে আসক্ত, কেউবা নানা সফটওয়্যার বা এসব নিয়ে মশগুল আর কেউবা ফেসবুকসহ নানান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করছে দিনের বেশির ভাগ সময়। মোট কথা সবই হচ্ছে ননকেমিক্যাল অ্যাডিকশন বা আচরণজনিত আসক্তি। বিশ্বজুড়ে এই বিষয়ে প্রকাশিত ১৬টি গবেষণাপত্রের মেটা অ্যানালাইসিস করে দেখা গেছে বর্তমানে মোবাইল গেমের ভিতরে সব থেকে ফ্রি ফায়ার পাবজি অনলাইন গেমে দেশি -বিদেশী গেমারের সাথে র্কিশোর, তরুণদের তরুণীদের মধ্যে ৪ দশমিক ৬ শতাংশ ইন্টারনেট গেমিংয়ে আসক্তিতে ভুগছে। যাদের মধ্যে ৬ দশমিক ৮ শতাংশ হচ্ছে কিশোর আর ১ দশমিক ৩ শতাংশ কিশোরী (জে ওয়াই ফ্যাম, ২০১৮)।
কিছু গবেষণায় দেখা গেছে গেমিং ডিজ অর্ডারের অতি উদ্বিগ্নতা, বিষগ্নতা এবং তীব্র মানসিক চাপের মতো মাসিক রোগ দেখা দিতে পারে। সাইবার অপরাধের শিকার হওয়া বা সাইবারজগতের অপরাধে আইনি ঝামেলায় পড়ে যেতে পারে। এমনকি হত্যার মতো অপরাধও। খেলার ধরন গেরিনা ফ্রি ফায়ার একটি অনলাইন এ্যাকশন – অ্যাডভেঞ্চার ব্যাটল রয়্যাল গেম যা তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণে খেলা হয়। গেমেটি অন্যান্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জমে সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়ারকে আওতা ভুক্ত করে। যা মস্তিস্কের যে অংশ রিক্তয়ার্ড সেন্টার ইয়াবা বা গাঁজার মতো বস্তর প্রতি আসক্তি নেয় ঠিক সেই অংশেই কিন্তু ইন্টারনেট বা গেমের প্রতি টাকা দিয়ে খেলতে আসক্তি জন্মায়। প্রায় এক বছর চার মাস যাবৎ করোনাভাইরাস কারণে দফায় দফায় কঠোর লকডাউনের কারণে কর্ম সংকটে বেকার হচ্ছে দিনমজুর ও মধ্যবিত্তরা। দিন দিন তা ভয়াবহ রূপ নিচ্ছে। কাজের অভাবে দিনমজুর শ্রেণীর মানুষেরা বেকার হয়ে পড়েছে সিরাজগঞ্জের তিনটি উপজেলার প্রত্যন্ত উঞ্চলের শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তারা বিভিন্ন গ্রামগঞ্জে এক গ্রাম থেকে আরেক গ্রামে ও দেশের বিভিন্ন জেলা শহরে। কাজকর্মে জন্য বাড়ি থেকে বেড় হতে না পারাই পরিবারে ঠিক মতো খাবারের ব্যবস্থা করতে হিমসিম খেতে হচ্ছে। কাজ না থাকায় দিনমজুররা হতাশ হয়ে মলিন মুখে বাড়ি ফিরেছে ভ্যান শ্রমিক সলঙ্গা আমশড়া গ্রামের উজ্জ্বল মিয়া। তাড়াশ উপজেলার রানিদীঘি গ্রামের কস্টমেটিক ব্যবসায়ী শিপন সরকার বলেন, তৃতীয় দফায় কোঠর লকডাউন শুরু হওয়ায় আমার ব্যবসা মন্দা অবস্থায় থাকায় ঋণের জালে আটকে গেছেছি। বেকারত্ব যেন পিছু ছাড়ছে না কিছুতেই। জীবন সংগ্রামে অবিরাম যুদ্ধে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি।
সিরাজগঞ্জ সলঙ্গা খুদ্দর্শিমলা গ্রামে আরিফল ইসলাম জানান, করোনাভাইরাস ও লকডাউনের কারণে জীবন সংগ্রামে অবিরাম যুদ্ধে ঋণের জালে আটকে যাচ্ছে গ্রামঞ্চলের অনেক মানুষ।
অর্থনীতিতে এর দীর্ঘ মেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page