সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পানিতে ডুবে ফরহাদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুলাই) সকালে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবদুর রহিম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।শিশুটির চাচী খুরশিদা জানান, সকাল সাড়ে ৭টায় সবাই ঈদের নামাজ পড়তে গেলে শিশুটি কোন এক সময় খেলতে খেলতে পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই বছর আগে শিশুটির মা মারা যায়। এরপর থেকে ফরহাদকে আমি লালন পালন করে আসছিলাম। ঈদের দিনে শিশুটির মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে দক্ষিণ জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক ও কর্ণফুলী উপজেলা জাতীয় পার্টি সভাপতি আবদুস সাত্তার রণি, দৈনিক জনতা পাঠক ফোরাম নেতৃবৃন্দ পটিয়া শোক প্রকাশ শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।