মোঃ এনামুল হক শ্রীপুর গাজীপুরঃ
কাওরাইদ ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বেলদিয়া খেজুরটেক গ্রামের রাস্তা এটি। বহুদিন ধরেই এ রাস্তাটির বেহাল দশা, যা বৃষ্টি পড়ে এখন চলাচলের সম্পর্ন অনুপযোগী হয়ে পড়েছে। হাঁটা চলার রাস্তাটি এখন ধানের চারা রোপনের উপযোগী প্রায়।
শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় মেম্বার রাস্তাটি সম্পর্কে অবগত অাছেন কিছুদিন পূর্বে ৪ গাড়ি বালি দিয়েছিল মেম্বার সাহেব দীর্ঘ দিন হলো রাস্তাটি পরিদর্শনও করেছেন অাশ্বাস দিয়েছেন করে দিবেন কিন্তু বহুসময় অতিবাহিত হওয়ার পরও করে দেননি।শুধু তাই নয় বিভিন্ন সংবাদও প্রকাশ হয়েছে এই রাস্তাটি নিয়ে তবুও কোন কাজ করা হয়নি।
পায়ের জুতা হাতে নিয়া যাওয়ার রাস্তাটি কাওরাইদ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সাহেব এর দৃষ্টি অাকর্ষন করছি। এই রাস্তাটি দ্রুত সময়ের মধ্যে চলাচলের উপযোগীর ব্যাবস্থা করে দেওয়ার জন্য এতে অামি সহ খেজুরটেক গ্রামবাসী অাপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।