নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে আবু সাইদ
মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাসিনুর রহমানের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল করিম, দুই নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুল হক বাবু, কানসাট ফাজিল মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান, আলহাজ্ব পাপু সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে এবং এলাকাবাসীর কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করার ব্রত নিয়ে সদস্য পদে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মেম্বার প্রার্থী আবু সাইদ বলেন, জনগণ আমাকে ভালোবাসেন আর সেই ভালোবাসার এবং এলাকাবাসীর ইচ্ছে ও প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
আশা করছি আগামী ১৫ জুন কানসাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ডের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭মে। ১৫ জুন ভোট গ্রহণ।