কাপাসিয়া থেক শরিফ সিকদারঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ২৭ আগস্ট) দুপুরে উপজেলা আড়াল ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৭৫ জন গরীব ও দুস্থ প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল,১ লিটার তেল,১ কেজি লবণ,৪ কেজি আলু,১ কেজি পেঁয়াজ,১ কেজি ডাল, সাবান বিতরণ করা হয় ।
জনতা ব্যাংক গাজীপুর জেলা কর্পোরেটের শাখার জিএম মোঃ কামরুজ্জামান খান শাহজাহান সভাপতিত্বে ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান ।
এসময় উপস্থিত ছিলেন সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মাস্টার, জনতা ব্যাংক গাজীপুর জেলা কর্পোরেট শাখার ম্যানেজার আরিফ হোসেন, প্রিন্সিপাল অফিসার মাহমুদুল হাসান, শিক্ষক সিরাজ উদ্দিন ,ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ ।
প্রধান অতিথি বলেন, জনতা ব্যাংক অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য হাত বাড়িয়েছে। এ ধরনের কাজের জন্য জনতা ব্যাংকের কর্মকর্তার সাধুবাদ জানাই।
জি এম কামরুজ্জামান বলেন, ব্যাংক অর্থনৈতিক কর্মকান্ডের সাথে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আপনারা জনতা ব্যাংকে সেবা গ্রহণ করুন।