কাপাসিয়া (গাজীপুর ) থেকে শরিফ সিকদার:
বাংলাদেশ স্কাউট কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২৬ আগস্ট )দুপুরে উপজেলা হরি মঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয় ।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট এর সভাপতি মোসাঃ ইসমত আরা”র সভাপতিত্বে ও সম্পাদক মোঃ শাহ জামান মাছুমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট শাখার কমিশনার আব্দুল মালেক, সহ সভাপতি শহীদুল্লাহ আজাদ, মোঃ নাজমুল ইসলাম মোল্লা মতিন , ফেরদৌস আরা দিপু , সহকারী কমিশনার জাকির হোসেন , স্কাউট লিডার আওলাদ হোসেন চৌধুরী নয়ন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল , প্রধান শিক্ষক আশরাফুল আলম খান, লাভলী ইয়াসমিন, সহকারী শিক্ষক শরিফুল আলম, সহকারী কমিশনার মাহমুদুল হাসান, সাইফুল ইসলাম ফরাজী, উপজেলা স্কাউট গার্লস, স্কাউট কাব সহ স্কাউট বৃন্দ।