কাপাসিয়া গাজীপুর থেকে শরিফ সিকদার:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ শাখার সদস্য ও আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থী একেএম সুলতান উদ্দিন আকন্দ এর উদ্যোগে দোয়া মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ আগষ্ট ) বাদ আসর উপজেলা বারিষাব ইউনিয়নের নুরার পুলপার ভিকার টেক জামে মসজিদের দোয়া মাহফিলের শেষে মিষ্টি বিতরণ করা হয় ।
দোয়া মাহফিল করেন নুরার পুলপার ভিকার টেক জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রাশেদুল ইসলাম, সহ বিভিন্ন এলাকায় গণমাণ্য ব্যক্তি বর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।
কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য একেএম সুলতান উদ্দিন আকন্দ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি আপার দিকনির্দেশনা মোতাবেক আজ সকালে করোনা আক্রান্ত ৩৮ টি পরিবারকে খাদ্য ও ওষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করেছি।
তিনি সিমিন হোসেন রিমি এমপি ও উপজেলা আওয়ামী নির্দেশনা মোতাবেক দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, অসহায় পরিবারের, স্কুল, কলেজ, করোনা আক্রান্ত পরিবারের ও দলীয় কর্মকান্ডে অংশ নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছেন।