শরিফ সিকদার কাপাসিয়া থেকে:
কাপাসিয়ার চর খিরাটি মনোহরদী বেইলী ব্রীজ দূত সময়ে সংস্কার করায় কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কাপাসিয়া ও মনোহরদী উপজেলা শত শত মানুষ। গতকাল সোমবার দুপুরে পুনরায় চলাচলের জন্য ব্রীজ চালু হয়।
গাজীপুর এলজিইডি অফিসের ওয়ার্ক এ্যাসিসটেন্ট সজীব এ তথ্য নিশ্চিত করেন।
গত ৪ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এড মো আমানত হোসেন খান ভেঙে যাওয়া স্হান পরিদর্শন শেষে এলজিইডি গাজীপুরের নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় কাপাসিয়া উপজেলা পরিষদের অর্থায়নে ৩৬ ঘন্টার মধ্যে বেইলী ব্রীজ চালু করায় কাপাসিয়া ও মনোহরদী এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান, এলজিইডি কাপাসিয়া সহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর আলম
সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক হোসেন রিপন, সন্মানিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মোস্তাফিজুর রহমান মোফাজ্জল।
পরে কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার মোসা ইসমত আরা ব্রীজ সংস্কার কাজ পরিদর্শন করেন বলে জানাযায়।