কাপাসিয়া (গাজীপুর) থেকে শরিফ সিকদারঃ
“পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার” এই প্রতিপাদ্য সামনে নিয়ে কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে থানা চত্বরে চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে ।
১০ আগষ্ট মঙ্গলবার সকালে কাপাসিয়া থানার ডেঙ্গু প্রতিরোধে অব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্রে জমে থাকা পানি ও আশপাশের গাছগাছালি পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়েছে।
পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ( ওসি )মোঃ আলম চাঁদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মনিরুজ্জামান খান সহ থানা পুলিশের সদস্য বৃন্দ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো.আলম চাঁদ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।