মোঃ বাবলু মল্লিক, কালিয়া নড়াইলঃ
নড়াইলের কালিয়া উপজেলার ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজ সোমবার (৩০ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় এএসআই (নিঃ) মাহফুজুর রহমান, এএসআই (নিঃ) মোঃ নাজিম সঙ্গীয় ফোর্সসহ নড়াগাতি থানাধীন পাটনা গ্ৰাম এলাকায় অভিযান চালিয়ে
হৃদয় লস্কর (২৫), পিতা- বিধান লস্কর, গ্রাম- পাটনা, থানা- নড়াগাতী, জেলা-নড়াইল কে তার বাড়ি এলাকায় মাদক (ইয়াবা) বিক্রয় করার সময় গ্রেফতার করে। ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯,৭০০ টাকা উদ্ধার করে নড়াইল সদর থানায় হস্তান্তর করেন।
আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান।
নড়াইল জেলা পুলিশ ও ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।