সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়া লালন একাডেমি এবং শিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ির অস্বচ্ছল শিল্পীদের মাঝে বৃহস্পতিবার (৮ জুলাই) খুলনা বিভাগীয় কমিশনারের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। লালন একাডেমির ৩৫ জন এবং শিলাইদহ কুঠিবাড়ির ৬ জনের প্রত্যেকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এনডিসি, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এবং লালন একাডেমির এডহক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।