সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ
আজ ০৪/০৭/২০২১ইং সকাল ৭.৩০ মিনিটে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ আন্দোলনের সদস্য হোসেন আলী ইন্তেকাল করেছেন। দুপুর দুইটার সময় কুষ্টিয়া চাঁদা গাড়া মাঠ পৌর কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
তিনি হেযবুত তওহীদ আন্দোলনের একজন প্রবীণ মোজাহেদ ছিলেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন। তারাও হেযবুত তওহীদ আন্দোলনের সদস্য-সদস্যা।
হেযবুত তওহীদের এই প্রবীন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জ্ঞাপন করেছেন, হেযবুত তওহীদের কুষ্টিয়া সদর থানা সভাপতি আব্দুর রাজ্জাক।