বিশেষ প্রতিনিধি:
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া জানালেন, আমি ছোট বেলা থেকেই ব্রাজিলের ভক্ত। ব্রাজিলের খেলা মানেই হচ্ছে ছন্দ। ফুটবলের ছন্দময় খেলা যদি কোন দল খেলে থাকে সেটা হচ্ছে ব্রাজিল।
কবে থেকে এবং কেন ব্রাজিল দলকে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ নেতা সোহেল মিয়া বলেন, পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। ফুটবল যখন থেকে বুঝি তখন থেকেই ব্রাজিলের সমর্থক আমি। ব্রাজিলের এবারের দলটা চমৎকার। যারা আছেন, তারা বিভিন্ন দেশের লিগে ডমিনেট করেছেন। সেই শুরু থেকেই দুর্দান্ত এক ব্রাজিলকে আমি দেখছি। তাদের খেলার একটা ছন্দ আছে, মাধুর্যতা আছে। তাই ব্রাজিলকেই আমার ভালো লাগে।
ব্রাজিলের কার কার খেলা আপনার ভালো লাগে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় পেলে। আর এখন যদি বলেন নেইমার। বর্তমানে নেইমার দুর্দান্ত খেলছে। এ সময়ে তার মতো এত দক্ষ খেলোয়ার খুব কমই দেখা যায়, যার কারণে বিশ্বজুড়ে তার এত ভক্ত।
তিনি আরও বলেন, সবসময়ই মুখিয়ে থাকি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখার জন্য। ব্রাজিল বনাম আর্জেন্টিনার খেলা হলে তো কথাই নেই। এবারের কো’পার ফাইনালে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা হবে। জমবে বেশ। আর্জেন্টিনাও ভালো দল। তাদের মেসির মতো একজন দারুণ খেলোয়াড় আছে। তবে জিতবে ব্রাজিল।
এ সময় কো’পা শিরোপা জয়ের ব্যাপারে তিনি বলেন, কো’পা আ’মেরিকার ফাইনালে ল’ড়াইয়ের পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও শেষ দু’বারের ফাইনালের দেখায় ব্রাজিলই জয় পেয়েছে। আর্জেন্টিনা সবশেষ কো’পা আ’মেরিকার ফাইনালে জয় পেয়েছে ১৯৯৩ সালে। অন্যদিকে ব্রাজিল কো’পার সবশেষ আসরের চ্যাম্পিয়ন। তাছাড়া বর্তমান সময়ে ব্রাজিলের অধিকাংশ খেলোয়ার দারুন ছন্দে আছে। বিশেষ করে নেই’মা’র। নেই’মা’র যদি ফাইনালে ঠিকভাবে জ্বলে উঠতে পারে তাহলে জয় নিশ্চিত।