আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
খুলনা বিভাগের প্রতিটি জেলায় করোনায় আক্রান্ত রোগীদের সেবা দিতে চালু হলো খেদমতে খলক ফাউণ্ডেশন-এর ফ্রি অক্সিজেন সেবা।
শুক্রবার (১৬ই জুলাই) “খেদমতে খলক ফাউণ্ডেশন”-এর প্রধান কার্যালয়, দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান ‘মাসনা মাদরাসা’য় ফ্রি অক্সিজেন সেবা-এর কার্যক্রম উদ্বোধন হয়। এর আগে মঙ্গলবার (১৩ই জুলাই) যশোর জেলার প্রতিটি থানায় এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনকালে ফাউণ্ডেশনের চেয়ারম্যান মুফতি ইয়াহইয়া সাহেব বলেন, অত্র ফাউণ্ডেশন-এর প্রায় ০৭ হাজার স্বেচ্ছাসেবী ৭৩টি টীম খুলনা বিভাগের ১০ জেলায় বিভিন্ন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়
করোনার প্রথম ধাপ থেকে খুলনা বিভাগের প্রতিটি উপজেলায় আক্রান্ত মৃত ব্যক্তির কাফন-দাফন করে আসছে ফাউণ্ডেশনটি। ইতিমধ্যে তারা খুলনা বিভাগ জুড়ে করোনা/উপসর্গে মৃত (৪৫০) সাড়ে চারশতাধিক ব্যক্তিকে কাফন-দাফন সম্পন্ন করেছে। অদ্য ৬৭টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মোট ৭৭টি অক্সিজেন সরঞ্জমাদি সহ রোগীদের ফ্রি অক্সিজেন সেবার জন্য উন্মুক্ত করা হলো।
ফাউণ্ডেশনটি খুলনা বিভাগের কোথাও অক্সিজেন-এর প্রয়োজনে অথবা করোনা আক্রান্তে মারা গেলে যোগাযোগ করার আহবান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের ১০টি জেলার প্রতিনিধিগণ স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মণিরুজ্জামান, দৈনিক সমাজের কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামীম চাকলাদার বাবু, খিদমা ট্রেডিং-এর সত্ত্বাধীকারী মিজানুর রহমান সুমন, এআর কোল্ড স্টোরেজ-এর মালিক ইশতিয়াক আহমাদ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগণ।
ফ্রি অক্সিজেন সেবা ও করোনা/ উপসর্গে মৃতদের কাফন-দাফনের জন্য যোগাযোগ করুনঃ
যশোর সদর ঃ মাও: আব্দুল লতিফ সাহেব (০১৭১৬-৯৬৭৬৫০)
মনিরামপুর ঃ জনাব নূরুন্নবী মিন্টু সাহেব (০১৭১৭-৫০২৬৫৪)
ঝিকরগাছা ঃ মুফতি আকবার হুসাইন সাহেব (০১৭৫৭-৮৮৭১৮৭)
অভয়নগর ঃ হাঃ মাওঃ শফিউল আলম সাহেব (০১৭১৮-৭০২৭০৬)
চৌগাছা ঃ মাওলানা মাহমুদ সাহেব (০১৭৭৭-২৮৮৮২৭)
কেশবপুর ঃ মাওঃ আবু মুসা সালিম সাহেব (০১৯২০-৯১৭৪১৪)
বাঘারপাড়া ঃ মাওঃ রশিদ আহমাদ সাহেব (০১৭৩০-৯১৭০৭১)
শার্শা ঃ মাওঃ হুসাইন সাহেব (০১৯৩৭-২২৫৮৮৫)
খুলনা ঃ মাওঃ আনওয়ারুল আজম সাহেব (০১৯১২-২৪৯২৬৭)
কুষ্টিয়া ঃ মাওঃ আঃ মতিন সাহেব (০১৭২২-৯৫৩৯৫৫)
সাতক্ষীরা ঃ মাওঃ সাইফুল্লাহ সাহেব (০১৯১০-৬৭১৮৫১)
বাগেরহাট ঃ মাওঃ জাহিদ সাহেব (০১৬১১-৭০৯৭৫৩)
মাগুরা ঃ মুফতি আবু মুসা সাহেব (০১৮১৩-৪০০৬০০)
ঝিনাইদহ ঃ মুফতি আব্দুল্লাহ সাহেব (০১৭২৩-২৩৯০৬১)
চুয়াডাঙ্গা ঃ মাওঃ রুহুল আমিন সাহেব (০১৯২৪-৭৫৩৯৭৩)
মেহেরপুর ঃ মুফতি হাফিজ সাহেব (০১৭১৪-৪৪২৭৪৫)
নড়াইল ঃ মুফতি এরশাদ সাহেব (০১৯০৭-২২৮৮৪৪)