শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাজীপুরের শ্রীপুরে জরিনা নামে এক নারীর বসত ঘরের আসবাবপত্র ভাঙচুর সহ শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। উপজেলার বেড়াইদেরচালা লিচু বাগান এলাকায় নিজ বাড়ীতে হামলা শিকার হন তিনি। এ সময় হামলাকারীরা টাকাপয়সা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি
এ ঘটনায় দশজনকে আসামী করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার বেড়াইদেরচালা লিচুবাগান এলাকার আলাউদ্দিনের স্ত্রী জরিনা। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে আসামীরা তাদের প্রতিনিয়ত প্রকাশ্যে হুমকি দিয়ে গেলেও পুলিশ এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন ওই নারী।
অভিযুক্তরা হলেন, উপজেলার বেড়াইদেরচালা লিচুবাগান এলাকার আবুল কাশেমের ছেলে সাগর(২৫), সম্রাট(২৮),শাওন (২০), মৃত মোহাম্মদ আলীর ছেলে আবুল কাশেম(৫৫), আব্দুল ওয়াহাব(৬০), মৃত হাছেন আলীর ছেলে সুলতান(৬২), পিতা অজ্ঞাত আবদুল হাই(৫৯),সোহাগের স্ত্রী মুক্তা(৩০),সুলতানের স্ত্রী মনোয়ারা (৫৮),আবদুল হাইয়ের স্ত্রী বিলকিস(৫৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন যাবত বাড়ি ভাড়া নিয়ে থাকেন। দীর্ঘ আট মাস যাবৎ বাড়ির কোন ভাড়া পরিশোধ না করায় বাড়ির মালিক জরিনা বাড়ি ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা অশ্লীল ভাষায় গালাগালি করেন।এবং (৯ জুলাই) রাত ৮ টার দিকে জরিনার ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করেন এবং জরিনা কে শ্লীলতাহানি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নাজমুল বলেন, এ ঘটনার তদন্ত করে সতত্যা পাওয়া গেলে দোষীদের আইনের আওতায় আনা হবে। যেহেতু ঝামেলাটা জমি সংক্রান্ত বিষয় তাই উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।