মানিক মিয়া গাজীপুর :
গাজীপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে মানিক নামে এক ব্যক্তির দুু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে উপজেলার ভবানীপুর গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে। পরে আগুন নেভানোর চেষ্টা করলে দ্রুত তা ছড়িয়ে পড়ায় স্থানীয়রা শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু ফায়ার সার্ভিস এর গাড়ি যানজটে আটকে পড়ায় ঘটনাস্থলে আসতে দেরি হয়। ততক্ষণে দুটি বসতঘরের আসবাবপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক মানিক বলেন, দীর্ঘ ১২ বছর আমার স্ত্রী প্রবাসে চাকরি করে কিছু টাকা জমিয়ে ছিলাম’ ঘরবাড়ি করার জন্য। গত বুধবার ঘরবাড়ির মালামাল কিনার জন্য ব্যাংক থেকে ৬ লক্ষ টাকা উঠিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। বর্তমান আমার স্ত্রী গর্ভবতী হওয়ায় ঘরের ভিতরেই রান্না করতো। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে আমার স্ত্রী রাতের খাবার রান্নার জন্য গ্যাসের চুলার সুইচ চালু করলে আগুন লেগে যায়। পরে আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরে থাকা টাকা এবং আসবাবপত্র সহ একে একে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তেই শেষ হয়ে গেছে আমাদের সব কিছু।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাবার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।