নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর প্রেসক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেছে সম্ভাব্য প্রার্থীরা।
সোমবার (২০ নভেম্বর) বিকালে গাজীপুর সদর প্রেসক্লাবের সম্ভাব্য পদপ্রত্যাশী প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির জন্য গঠিত নির্বাচন কমিশনার মহান মুক্তিযুদ্ধ কালীন মুক্তিযোদ্ধাদের কমান্ডার ও সাবেক গাজীপুর সদর(টঙ্গীসহ)উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আফাজ উদ্দিন কাঁইয়ার হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সাবেক সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার,জনতার নিঃশ্বাস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক,রমজান আলী রুবেল,আলমগীর হোসেন,হারুন-অর-রশিদ,সোহেল মন্ডল,শেখ মনির হোসেন,সোহাগ রানা,আবু হুরায়রা, আইয়ূব আলী,খোকন,এলিজা পারভীন লিজা,ইয়াসমিন আক্তার মায়া,আতিকুল হোসেন,ইতি আক্তার,নাজমুল সহ ক্লাবের প্রায় ৪০ জন সদস্যবৃন্দ।
এসময় সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করে বিগত ১১ বছরের ধারাবাহিতা বজায় রেখে আগামীতেও গাজীপুর সদর প্রেসক্লাব সাংবাদিকদের স্বার্থরক্ষায় সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।