সেলিম চৌধুরী পটিয়াঃ-
২১শে আগস্ট গ্রেনেড হামলা দিবস
উপলক্ষে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক শোক র্যালী
পটিয়া পৌরসদর প্রদক্ষিণ করেন। ২১ শে আগষ্ট শনিবার বিকেল শোক র্যালীতে
নেতৃত্ব দেন ছনহরা ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন তালুকদার ও সাধারন
সম্পাদক মোহাম্মদ টিপু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিযন যুবলীগ নেতা আলমগীর
তালুকদার, আলমগীর বাদশা, সাজ্জাদ, আজিজ, শাহীন, কায়সার, জুয়েল, রহিম,
রসিদ, ইদ্রিস, আজিজ, শরীফ, লিটন, সাহাদাত হোসেন, জাবেদ, টিটু চৌধুরী,
উত্তম চৌধুরী, মো: মীরু প্রমুখ ্
ছবির ক্যাপশন
গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পটিয়া ছনহরা ইউনিয়ন যুবলীগের শোক র্যালী
পৌরসদর প্রদক্ষিণ করছেন।