সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
গত ১৪/০৯/২০২১ তারিখ রাউজানে চট্টগ্রাম জেলা কার্যালয় এর অভিযানে রাউজানে একাধিক মদের মামলার আসামী ১৫ লিটার মদ সহ গ্রেফতার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক জনাব শফিয়ার রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল(হাটহাজারী) এর একটি টিম রাউজান থানাধীন পূর্ব রাউজান হযরত শাহ সুন্দর আউলিয়া রাঃ জামে মসজিদের দক্ষিণে পাহাড়িকা বাসে অভিযানে ১৫(পনেরো) লিটার মদ সহ সেলিনা আক্তার প্রকাশ শেলী (৩৫) কে গ্রেফতার করা হয়। তাকে ইতিপূর্বে ০২ বার মোবাইলের কোর্ট মামলায় শাস্তি প্রদান করা হয় এবং রাঙ্গামাটি ও চট্টগ্রামে মামলা রয়েছে। সে চট্টগ্রাম শহরে মদগুলো পাচার করছিলো।আসামী- সেলিনা আক্তার প্রকাশ শেলী (৩৫), স্বামীঃ মোঃ বাবুল, পিতা- রওশের আলী, মাতা- মৃত শাহের বানু, সাং- পাঁচটা কুড়ি, থানাঃ কাজিপুর, জেলাঃ সিরাজগঞ্জ; বর্তমান ঠিকানাঃ ঝাউতলা, রেলগেইট, ফারুক সাহেবের বস্তি, থানাঃ খুলশি, সিএমপি, চট্টগ্রাম। তাকে বিকাল ০৫ঃ২০ প্রায় ঘটিকায় গ্রেফতার করে রাউজান থানায় ১টি মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা সাইফুল ইসলাম।