শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ-
চট্টগ্রাম পটিয়ায় সাইকেল চুরির ঘটনায় কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাইছার হামিদ মনিরের ভাই আলফাজ নামে এক যুবককে স্থানীয় জনগণের হাতে চুরি করার সময় আটক করে পুলিশ প্রশাসনের নিকট তুলে দেয় বলে খবর পাওয়া গেছে।
আরো জানা গেছে, কাশিয়াইশ ইউপি বাকখাইন ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কায়ছার হামিদ মনির ভাই কিশোর গ্যাং লিডার আলফাজ গত ৩০ জুন ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ বুধবার রাত সাড়ে ৭টায় জিরি মালিয়া এলাকা থেকে সাইকেল চুরি করে পালানো সময় স্থানীয় লোকজন পিচনে ধাওয়া করে সাইকেল চোর আলফাজ কে আটক করে পটিয়া থানায় খবর দিলে,ঘটনার স্থলে পৌঁছে যান পুলিশ, এস আই রিয়াজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে সাইকেল চোর আলফাজ কে আটক করে পটিয়া থানায় নিয়ে আসে বলে স্থানীয় সুত্রে জানা যায়। সাইকেল চুরির ঘটনায় আলফাজ সহ দুইজনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয় বলে পুলিশ জানান।
আরো জানা যায়,সাইকেল চুরির ঘটনায় আটক আলফাজ কিছু দিন আগে ধর্ষন মামলায় জেল কেটে বের হয়েছে স্থানীয় বাসিন্দারা জানান। এছাড়া এলাকায় চুরি,ডাকাতি,
ছিন তাই, সন্রাসী মাদক ব্যবসা, কিশোর গ্যাং লিডার সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে চের আলফাজের বিরুদ্ধে। এদিকে কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী বলেন,দলের নাম ভাঙ্গিয়ে চুরি ডাকাতি,রাহাজানি সহ অপরাধের সাথে জড়িত থাকিলে তার দায়ভার দল বহন করবে না বলেও তিনি জানান। এবিষয়ে পটিয়া থানার অফিসার-ইন-চার্জ রেজাউল করিম মজনুদার জানান, সাইকেল চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ চোরাই কৃত সাইকেল সহ দুইজন কে আটক করে থানা নিয়ে আসে এবং চুরির মামলা দিয়ে আসামীদের কোর্টে প্রেরন করা হয় বলে জানিয়েছেন।