সোহেল রানা,নীলফামারী প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে নীলফামারী সদরের চাঁদের হাট ডিগ্রী কলেজের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। ১৫আগষ্ট রোববার দুপুরে কলেজ হলরুমে জাতির পিতাসহ পরিবারের সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়েছে। এসময় সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ শহিদুল ইসলাম ৩’শ অসহায় দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাদেরহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, আনোয়ার হোসেন চৌধূরী, সাদেকুল ইসলাম, মাসূদ হাসান, প্রভাষক আনোয়ার হোসেন, মোছাদ্দেক ইসলাম, আশফাকুজ্জামানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।