রাজু আহম্মেদ।।
চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তবর্তী এলাকায় ৫৯ বিজিবির অভিযানে ৩৫ লাখ টাকা মূল্যের ১ কেজি ৭৫০ গ্রাম হেরোইন মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়ছে। আজ রোববার রাত ২ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই হেরোইন উদ্ধার করে বিজিবি।
জানাগেছে, অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি ও সোনামসজিদ বিওপির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস এর নেতৃত্বে টহল দল অভিযান চালায়।
তারা আজমতপুর এবং চকপাড়া বিওপি হতে ২ ভাগে বিভক্ত হয়ে দু’ই দিক থেকে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও যাবাহনে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে বিজিবি। এরই এক পর্যায়ে নামোচকপাড়া থেকে হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।