রাজু আহম্মেদ।।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আজ ইং ১৬/০৮/২১ তারিখ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে জুলাই/২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জে জুলাই/২১ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে সম্মাননাসূচক ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়। এরপর জেলার বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতেও সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলার পুলিশ সুপার মহোদয়।
পরবর্তীতে, মাসিক অপরাধ সভা এবং কল্যান সভায় বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ এবং নির্দেশনা দেন তিনি।