মতিন গাজী(স্টাফ রিপোর্টার):
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড চেংগুটিয়ায় “ক্রীড়া শক্তি ক্রীড়া বল;মাদক ছেড়ে খেলতে চল”এই শ্লোগানে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের”এর উদ্বোধন করা হয়েছে।বিভিন্ন শ্রেনি পেশার মানুষের উপস্থিতে এই আনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।উক্ত ক্লাবের উদ্বোধন করেন,যশোর জেলা আওয়ামীলিগের সদস্য ও বাংলাদেশ ছাএলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ পারভেজ।তিনি সবার উদ্দেশ্যে বলেন,তরুন সমাজকে মাদক থেকে বেরিয়ে খেলার মাঠে এসে খেলতে হবে।সতর্ক অবলম্বন করতে হবে,সমাজকে মাদকমুক্ত করতে হবে।