মো:খোরশেদ আলমবিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ভিজিএফ এর চাল উপহার হিসেবে ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার ৭৮৪ জন, খাদ্য সামগ্রী ১৪৭ জন ও গো-খাদ্য ৭ জনের মাঝে বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুন) সকালে ইউনিয়ন পরষিদ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী মো: জাফর আহমেদ
ইউপি সচিব মো: দেলোয়ার হোসেন মোল্লার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সমবায় অফিসার মো: ভৃঞা শাহীনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: রমিজ আলী মেম্বার, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো: লিটন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো: আরিফুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: মাসুম বিল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মো: আল-রায়হান আলকাছ, সিনিয়র আওয়ামী লীগ নেতা মো: নুরুল হক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মো:সাহাব উদ্দিন, শ্রী স্বপন চক্রবর্তী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: সেলিম, যুবলীগ নেতা মো: হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু আহম্মেদ ভূঁইয়া সোহাগ, মো: রিপন প্রমুখ।