মোঃ খোরশেদ আলম ব্যুরো প্রধান :
মুজিবুল হক এমপি বুধবার (০৬ সেপ্টম্বর) সকাল ১১ টার সময় চৌদ্দগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুজিবুল হক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। তিনি বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে কারো ধর্মীয় অনুভূতিতে কেহ কোন প্রকার আঘাত করে নাই। কারণ, শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আওয়ামী লীগ সরকার ধর্ম নিরপেক্ষ সরকার, সকলের সরকার। তাই আগামী নির্বাচনে আপনারা সকলে মিলে মিশে আবার নৌকায় ভোট দিয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নান্টু চন্দ্র দেবনাথ, আহবায়ক, চৌদ্দগ্রাম জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও যুগ্ম সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিএম মীর হোসেন মীরু, মেয়র চৌদ্দগ্রাম পৌরসভা। এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জেলা পরিষদ সদস্য। রুপম সেনগুপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌদ্দগ্রাম এইচজে সরকারি পাইলট মডেল হাই স্কুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নকুল সাহা। আলোচনা শেষে জন্মাষ্টমী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মহাদেব মন্দির থেকে শুরু করে কালির বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে স্বস্ব স্থানে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ দেওয়া হয়।
পরে মুজিবুল হক এমপি প্রথমিক শিক্ষকদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।