মোঃমতিন গাজী,ষ্টার্ফ রিপোর্টারঃ
অভয়নগরের নওয়াপাড়া পৌরসভা এবং ৮ টি ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকেরা চরম দুর্ভোগের শিকার। ছাত্র ছাত্রীদের কাছে ডিজিটাল জন্মসনদ চায় স্কুল কতৃপক্ষ কিন্তুু পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কাছে গেলে প্রথমেই তারা বলে পুরাতন জন্মসনদ লাগবে, তারপর বাবা মায়ের জন্মসনদ ও ভোটার আইডি কর্ডের ফটোকপি,পর্যায়ক্রমে বলবে বাবা মায়ের জন্মসনদ ভুল সংশোধনের জন্য ছাত্র ছাত্রীদের দাদা দাদীর জন্ম সনদও লাগবে । এসব কিছু নিয়ে এলেও কীছু কীছু উদ্যোকতাদের কথা সার্ভার ডাউন ঠিক মত কাজ করছে না আগামীকাল আসেন।
সবশেষে সব জমা দিলেও ১৪/১৫ দিন পর ও ডিজিটাল জন্মসনদ হাতে পাচ্ছে না অনেকেই । আজ প্রেমবাগ ইউনিয়ন পরিষদে গেলেও প্রায় একই ঘটনা ঘটে বলে অনেকেই বলেন। অনেক ভুক্তভোগী বলেন,অভয়নগরের সকল ইউনিয়নের উদ্যোক্তাদের ভাব এমন,যেন তারা চেয়ারম্যানের থেকেও অনেক বড় কীছু হয়ে গেছে। কেউ ৪/৫দিনে পাচ্ছে আবার কেউ ১ মাসেও পাচ্ছে না। এছাড়াও কারো কাছ থেকে ১০০ টাকা নিচ্ছে আবার কারো কাছ থেকে ৫০০ টাকাও নেওয়া হচ্ছে। বিষয় টা অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার মেয়র এবং অভয়নগরের ৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা অত্যান্ত জরুরী বলে মনে করেন প্রায় সকল ভূক্তোভূগিরা।