মোঃ মতিন গাজী,স্টাফ রিপোর্টারঃ
যশোর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২য় তলায় ‘অভয়নগর ব্লাড ডোনার ক্লাবের” উদ্যোগে ব্লাড গ্রুপ ক্যাম্পিং আয়োজন করা হয়, আজ সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভী।
উক্ত অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করে অনুষ্ঠান শুরু করেন এবং সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান পরিচালনা করেন “অভয়নগর ব্লাড ডোনার ক্লাব” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম এডমিন মোঃ মেহেদি হাসান, মোঃআল মামুন গাজী, এবং অন্যান্য স্বেচ্ছা সেবকরা উপস্থিত ছিলেন, মোঃ শহীদুজ্জামান সেলিম, এস এম ইমরান হোসেন, পাভেল, ইমন সরদার, শান্ত কাজী, মেহেদী হাসান মানিক, জয় কর্মকার, নাইদ সুলতান, সাইফ শিকদার, সাব্বির, তানভীর, সাগর চৌধুরীসহ প্রমুখ।
উক্ত স্বেচ্ছাসেবক দলটি দীর্ঘ দিন যাবৎ অসহায় মানুষের মাঝে নানা ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন।