পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
পটুয়াখালীতে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্য্যালয় এর সামনে-
২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টার সময় পটুয়াখালী বাস মালিক সমিতির চেক পোষ্টে সাম্প্রতিক অটো চালক দের উপর নির্যাতন ও চাঁদাবাজী বন্ধের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-
জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক আঃগনি হাওলাদার, সহ-সাধারন সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক(৩)শাহীন তালুকদার।
মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সহ-সভাপতি মাদার বুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃমুশফিকুর রহমান(মিলন মাঝি),
জেলা শ্রমিক লীগ নেতা আবুল কালাম,মোঃশাকুর মৃধা প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ অবিলম্বে বাস মালিক সমিতির চেক পোষ্টে অটো চালক এবং শ্রমিকদের নির্যাতন ও চাঁদাবাজী বন্ধের দাবী জানিয়েছেন।
অনতী বিলম্বে দাবী পুরন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করে।জেলা প্রশাসক সমস্যার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।