রুপসা পতিনিধি:মিলন সাহাঃ
আজ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), খুলনা মোছাঃ শাহানাজ পারভীন মহোদয় রূপসা উপজেলায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রদত্ত ঘর পরিদর্শন করেন। উল্লেখ্য, পরিদর্শনকৃত ঘরে ইতোমধ্যে উপকারভোগীগণ বসবাস শুরু করেছেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয় উপকারভোগীদের সাথে কথা বলেন। উপকারভোগীগণ এরকম ঘর পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঘর পেয়ে তাদের শুধু আবাসস্থলই নিশ্চিত হয়নি বরং তারা খুব স্বাচ্ছন্দে ও নিরাপদে এসব ঘরে বসবাস করছেন। পরিদর্শনকালে ঘরে কোনরূপ ত্রুটি পরিলক্ষিত হয়নি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার রূপসা, জনাব রুবাইয়া তাছনিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, রূপসা জনাব মোঃ আরিফ হোসেন উপস্থিত ছিলেন।