শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :
যশোরের ঝিকরগাছার পল্লীতে রহস্য জনক ভাবে সাখাওয়াত হোসেন (৬৭) নামক এক বৃদ্ধা নিহত হয়েছে। সে উপজেলার গদখালী ইউনিয়নের সদিরালী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
নিহত বৃদ্ধার স্ত্রী নুরবানুর থেকে জানা যায়, রবিবার নিহতের নিকট হতে শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মেম্বর কুতুব উদ্দীন সরকার(৪৮) ৩০হাজার টাকা ধার করেন। সেই ধারের পাওনা টাকা পরিশোধের জন্য সোমবার সকাল ৯টা থেকে ১০টার দিকে মোবাইলের মাধ্যমে কল করে নিহতকে ডাকেন। তারপর হতে নিহতের সাথে তার পরিবারের সকল প্রকার যোগযোগ বিচ্ছন্ন হয়। পরবর্তীতে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গদখালী ইউনিয়নের ফতেপুর ঋষিপাড়ায় হাশেম গাজীর ঘাসক্ষেতে তার লাশ পাওয়া যায়। নিহতের মাথার পিছনে ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ পাওয়ার বিষয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষনিক জরুরী ডিউটি অফিসার এসআই (নিঃ) সৈয়দ আবু সুফিয়ান ঘটনাস্থালে গিয়ে লাশের বিষয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ ঘটনাস্থাল পরিদর্শন করেন। এদিকে নিহত বৃদ্ধার স্ত্রী নুরবানুর চিহ্নিত ব্যক্তি শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামের মেম্বর কুতুব উদ্দীন সরকার সোমবার রাতে চার কেজি গাঁজাসহ র্যাব-৬ এর নিকট গ্রেফতার। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পযন্ত ভালো ভাবে কিছু বলা যাচ্ছে না। তবে নিহতের বিষয়ে আমাদের তদন্ত অবহত রয়েছে। নিহতের স্ত্রী যাকে সনাক্ত করছে সে সোমবার রাতে চার কেজি গাঁজাসহ র্যাব-৬ এর নিকট গ্রেফতার হয়েছে। নিহতের বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে নিহতের পরিবারের সদস্যরা আমাদের নিকট মামলা দিলে মামলা নেওয়া হবে।