আব্দুস সোবাহান মিঠু (টাঙ্গাইল)ঃ
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার আব্দুল খালেকের ছেলে রিফাত হোসেন(২১), একই উপজেলার দেওলা এলাকার মৃত আব্দুর রাজ্জাক খানের ছেলে রাজন আহম্মেদ(৩২)।
র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে সংবাদ পেয়ে র্যাবের একটি দল রাবনা বাইপাসে অভিযান চালায়।
এ সময় ২৪০ পিস ইয়াবা, দুইটি মোবাইল ফোন ও দুইটি সিম কার্ডসহ উল্লেখিতদের গ্রেপ্তার করা হয়। র্যাব কমান্ডার আরও জানান, গ্রেপ্তারকৃতদের নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।