আব্দুস সোবাহান মিঠু :
ওয়ালটন গ্রুপের সিএসআর অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভীর নির্দেশ ও পরামর্শক্রমে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
ওয়ালটন গ্রুপের সিএসআর কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে কর্মসূচি পালিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘গাছই পারে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচাতে। এমন উদ্যোগ গ্রহণ করার জন্য ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানাই। প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনরোধে বৃক্ষরোপন করার জন্য সবাইকে আহ্বান জানাই।
সিএসআর কমিটির সদস্য সচিব মো. সাফায়েত হুদা জানান, ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভীর নির্দেশে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
পরিবেশগত সমস্যাগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বজ্রপাতে মানুষের মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই অবস্থা থেকে উত্তোরণের জন্য তাল গাছ উত্তম সহায়ক।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং ওয়ালটন গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।