গীতি গমন চন্দ্র রায় গীতি।।ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সোমবার রাতে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের সিঙ্গারোল গ্রামের কালীতলায় বাউল গান অনুষ্ঠিত হয়।
উক্ত বাউল গান অনুষ্ঠানে শত শত দর্শকের ভিড় জমে ওঠে।সেই বাউল গানে বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা নানামুখী বিতর্ক ভংগিমায় গান গেয়ে দর্শকের মনে আনন্দ প্রদান করেন।
সরেজমিনে দেখা যায়,গ্রম বাংলার মানুষের ঐতিহাসিক একটা দিক সূফী বাদের ধাঁধায় বাউল তত্ত্ব, আধ্যাত্নিক জগতের অংশ হিসেবে পরিচিত।