সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে দুই হাজার দুইশত ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য প্রকাশ করেন।তথ্য সুএে জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক
হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ শাহ আমানত মার্কেটের সামনে থেকে ১৯ আগষ্ট বৃহস্পতিবার সকাল প্রায় ০৮ঃ৪৫ ঘটিকায় ০১ জন টেকনাফের রোহিঙ্গা মাদক পাচারকারী এবং ০১ জন মানিকগঞ্জের পাচারকারীকে যথাক্রমে চট্টগ্রাম শহর ও মানিকগঞ্জ পাচারকালে ২,২০০ (দুই হাজার দুইশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় ২টি পৃথক মাদক মামলা দায়ের করা হয়। তারা ইতোপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। আসামী-(১) মোঃ সোহেল রানা (৩৩), পিতাঃ মোঃ মানিক মিয়া, মাতাঃ সফেলা বেগম, সাংঃ দক্ষিণ জামশা (মধ্য পাড়া, জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে), ওয়ার্ড নং-০৬, দক্ষিণ জামশা ইউনিয়ন পরিষদ, থানাঃ সিঙ্গাইর, জেলাঃ মানিকগঞ্জ। তাকে ১,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। আসামী-(২) মোঃ সাইফুল ইসলাম (২২), পিতাঃ মৃত নুরুস সালাম, মাতাঃ জাবেদা খাতুন, সাংঃ জাদিমুড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৬, ব্লক-ডি-৩, শেড নং-৩০২৭৩৫, হেড মাঝিঃ ফয়েজ, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ১,০০০ পিস ইয়াবাসহ লোহাগাড়া থানায় মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পরিদর্শক সাইফুল ইসলাম।