শরিফ সিকদার, কাপাসিয়া থেকে:
ঢাকা ব্যাংক লি.এর উপশাখা কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারে উদ্বোধন করা হয়েছে।
২৩ আগষ্ট সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উপশাখা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও ডায়মন্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কায়সার আহমেদ।
আনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক যুগ্মসচিব ও কাপাসিয়া কৃতি সন্তান
মো.শাহজাহান কবির, ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো.ইমরানুল হক,এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আবু জাফর, ডিএমডি একেএম শাহনেওয়াজ, এএমএম মইন উদ্দিন, দারাশিকো খসরু, মো.টিপু সুলতান,আলতামাস নির্ঝর, মো.নাজমুল হাসান,কামাল হোসেন, মো.শাহজাদা শামীম, ও শাহজাহান সাজু প্রমুখ।
প্রধান অতিথি কায়সার আহমেদ বলেন, ঢাকা ব্যাংক সেবা দিয়ে গ্রাহকের মন জয় করবে এটা আমার বিশ্বাস, কাপাসিয়া উপজেলার বীর উজলী উপশাখা মাধ্যমে সকল ধরনের লেনদেন হবে। এ এলাকার মানুষ উত্তম সেবা ও ভালো ব্যবহার পেলো অবশ্যই এ শাখায় লেনদেন করতে আসবে।
ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো ইমরানুল হক বলেন,মসলিন কাপড় ও ডায়মন্ড গ্রুপ কাপাসিয়া কাজ করছে, এ শাখা অচিরেই উপশাখা থেকে মূল শাখায় চলে আসবে।