রাজু আহম্মেদ।।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে বিজিবির অভিযানে ২৮ টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে তেলকুপি বিওপির হাবিলদার শফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সরদার টোলা এলাকায় মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে।
আটককৃত মোবাইল ফোন এর আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
এ ব্যাপারে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও ৫৯ বিজিবির নিয়মিত অভিযানে ভারতীয় মোবাইল উদ্ধার করে। তবে কেউ আটক হয়নি।