শরিফ মিয়া ইসলাম পুর জামাল পুর,,,
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক ১২ দিনব্যাপী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৯ মে দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তার জয় কৃষ্ণ সাহা সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফার । প্রধান অতিথির বক্তব্য রাখেন উপসচিব পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের তাহমিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহ তাপস ফলিয়া, উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় জামালপুর রাজু আহমেদ, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস, হিজড়া কেয়া আক্তার মুন্নি সহ আরো অনেকেই। এ সভায় বক্তারা হিজড়াদের মান উন্নয়ন প্রসঙ্গে বিভিন্ন কথা তুলে ধরেন।