স্টাফ রিপোর্টার শরিফ মিয়াঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে শ্বশুরবাড়িতে কলেজছাত্রী আখি মনি (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আজ ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাঠাধোয়া পাড়া গ্রামে তার শ্বশুরবাড়ির ঘরের ধর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আখি মনি উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে। সে বর্তমানে সানন্দবাড়ী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের অধায়্যনরত ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, মাসখানেক আগে একই ইউনিয়নের পাঠাধোয়া পাড়া গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে শামীম হোসেনের সাথে তার বিয়ে হয়। আজ হঠাৎ জানতে পারলাম আখি ধর্ণার সাথে ঝুলে মৃত্যু বরণ করেছে। পুলিশকে সংবাদ দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, ইতিমধ্যে আমরা আখি মনির লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শামীম হোসেনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে জানা যাবে এর প্রকৃত রহস্য।৷